
প্রকাশিত: Tue, Dec 13, 2022 6:07 PM আপডেট: Tue, Jul 1, 2025 8:31 PM
পেরুতে বিক্ষোভ: ক্যাস্তিয়ো সমর্থকদের সড়ক, বিমানবন্দর অবরোধ
খালিদ আহমেদ: পেরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আরেকিপার একাধিক সড়ক আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক একটি বিমানবন্দরে হানা দিয়ে সেখানকার কার্যক্রমেও ব্যাঘাত ঘটিয়েছে। পেদ্রো ক্যাস্তিয়োকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর দেশটিতে চলমান প্রাণঘাতী অস্থিরতা সোমবার আরও তীব্র হয়েছে। বিবিসি
বামপন্থি সাবেক প্রেসিডেন্টের অভিশংসন এবং পরে তাকে গ্রেপ্তারে ক্ষুব্ধ সমর্থকরা দেশটির বিভিন্ন অংশে সড়ক আটকে বিক্ষোভ অব্যাহত রেখেছে। ক্যাস্তিয়োর সাবেক ডেপুটি এবং বর্তমানে পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা দিনা বলুয়ার্তে বিক্ষোভকারীদের শান্ত করতে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। তিনি এখন বলছেন, ২০২৪ সালের এপ্রিলে সাধারণ নির্বাচন দিতে আগ্রহী তিনি। তবে ক্যাস্তিয়ো এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলুয়ার্তের পরিকল্পনাকে ‘নোংরা নাটক’ অ্যাখ্যা দিয়েছেন। গত সপ্তাহে ক্যাস্তিয়োকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার টুইটারে পোস্ট করা হাতে লেখা চিঠিতে ক্যাস্তিয়ো বর্তমান প্রেসিডেন্ট বলুয়ার্তেকে ‘ক্ষমতা দখলকারী’ অ্যখ্যা দিয়েছেন। বলেছেন, তাকে (ক্যাস্তিয়ো) ‘অপহরণ’ ও অপমান করা হয়েছে। ক্যাস্তিয়োর সমর্থকরা বলছেন, বলুয়ার্তে জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট নন। তারা নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। অনেক বিক্ষোভকারী কংগ্রেস ভেঙে দিতে এবং সাবেক প্রেসিডেন্ট ক্যাস্তিয়োকে মুক্তি দেওয়ারও আহŸান জানিয়েছেন।
হাজার দুয়েক বিক্ষোভকারী দক্ষিণাঞ্চলীয় শহর আরেকিপার বিমানবন্দরে ঢুকে এর রানওয়ে অবরুদ্ধ করে রাখলে কর্তৃপক্ষ বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ রাখতে বাধ্য হয়। পুলিশ পরে কাঁদুনে গ্যাস ছুড়ে ওই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এর আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেরুর প্রেসিডেন্ট পদে থাকা প্রথম নারী বলুয়ার্তে বলেন, তিনি ২০২৬ সালের এপ্রিলের বদলে ২০২৪ এর এপ্রিলে সাধারণ নির্বাচন দিতে কংগ্রেসে একটি বিল আনতে যাচ্ছেন। অথচ গত সপ্তাহের বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই এ নারী বলেছিলেন, তিনি ক্যাস্তিয়োর ৫ বছরের বাকি মেয়াদ শেষ করে তবেই নির্বাচন দেবেন। বিক্ষোভের মুখে তাকে আগের ওই অবস্থান থেকে পিছু হটতে হল বলেই ধারণা বিশ্লেষকদের। সম্পাদনা : রাশিদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
